কাশিমপুরে তালাক দেয়ার জেরে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ
তারিকুল জুয়েল: গাজীপুর সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় ৭/১২/২০২০ তারিখ সকালে জিএমএস কম্পোজিট লিঃ এর কর্মী মহসিনা আক্তার (৩৫) নিজ ভাড়াটিয়া বাসায় খুন হয়। নিহতের বোন মমতাজ আক্তার জানায়, খুনের ৭ দিন আগে তার দুলাভাই ঝগড়া করে চলে যায়। পরে মহসিনা শরীফুলকে ডিভোর্স দেয়। পরে শরীফুল তার স্ত্রীর সাথে দেখা করে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে এবং নিজেও আত্বহত্যার চেষ্টা করে।মহসিনা ও শরিফুল উভয়ের এটি ২য় বিয়ে।
নিহত মহসিনা রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে। ঘাতক শরীফুল নীলফামারী সদর থানার মৃত নুর আলমের ছেলে।
নিহতের ভাই বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করলে দীর্ঘ তদন্ত শেষে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আদালতে এ রায় ঘোষণা করেন।
No comments