এই ওয়েবসাইটটি বিক্রয় করা হবে। ফুল সেটআপ সহ নিতে বা বিস্তারিত জানতে কল করুন : ০১৭২৬৭৮২৫১২ 🚀 সেমিফাইনালের পথে বাংলাদেশ - Sokalerkotha

Breaking News

সেমিফাইনালের পথে বাংলাদেশ

নিলয় স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালের পথে বাংলাদেশ 

বাংলাদেশ ফুটবল নিয়ে সমালোচনার শেষ নেই দেশের ফুটবল সমর্থকদের। একের পর এক ম্যাচ হেরে দর্শকদের হতাশ করেছেন জাতীয় দলের ফুটবলাররা। তবে১৪ বছর পর দেশের ফুটবলে আনন্দের উপলক্ষ এনে দিতে বদ্ধপরিকর জামাল ভুঁইয়ারা। ভারতে বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিত হওয়া সাফ ফুটবল টুর্নামেন্টে সে স্বপ্ন পূরণে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। ভুটানকে হারাতে পারলেই ২০০৯ সালের পর আবারও সাফে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

গ্রুপ পর্বে মালদ্বীপকে হারিয়ে আত্মবিশ্বসী বাংলাদেশ। সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে তাই আজ ভুটানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে জামাল ভুঁইয়ারা। মাঠে দেখাতে হবে পূর্ণশক্তির প্রদর্শনী। কারণ ২০১৬ সালে আজকের প্রতিপক্ষে ভুটানের বিপক্ষে হেরেই আন্তর্জাতিক ফুটবল থেকে ১৭ মাস দূরে ছিলো বাংলাদেশ। আজ তাই ভুটানকে হারিয়ে  প্রতিশোধও নিতে চাইবে বাংলাদেশ। সাবধানী ফুটবলের সাথে আজ ভুটান বাঁধা টপকাতে সাজাতে হবে কৌশলও।

আজকে জামালদের অনুপ্রেরণা যোগাবে দুই দলের অতীত পরিসংখ্যান। কারণ দুই দলের পরিসংখ্যানে এগিয়ে থাকবে বাংলাদেশ। দুই দলের ১৩ দেখায় ১০ জয় বাংলাদেশের বিপরীতে ভুটান জয় পেয়েছে মাত্র একটি বাকি ২টি ম্যাচে হয়েছে। 

দিনের প্রথম ম্যাচে আজ লেবাননের বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ সে ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হতে পারে বাংলাদেশকে। কারণ লেবানন হারলে বদলে যাবে শেষ চারের সমীকরণ। আগেই ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লেবানন। মালদ্বীপ জিতলে তাদেরও হবে ৬ পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশ ভুটানকে হারালে বাংলাদেশের পয়েন্টও হবে ৬।  তখন সর্বোচ্চ গোলের হিসেবে দুইটি দল উঠে যাবে সেমিফাইনালে। তবে এতকিছু ভাবতে রাজি নন অধিনায়ক জামাল। গণমাধ্যমকে জামাল বলেন, ‘এই সমীকরণ সম্পর্কে আমি জানি না। আমরা শুধু জানি, আমাদের জিততে হবে। আমরা সবাই সেমিফাইনালে ওঠার জন্য ভীষণ ক্ষুধার্ত।'

No comments