তিতাসে ৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে ৭ কেজি গাঁজাসহ মোশাররফ হোসেন(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে তিতাস থানাপুলিশ।
মাদক বিক্রেতা উপজেলার বড় গাজীপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী আব্দুল মোর্শেদের ছেলে।
রবিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির একটি কক্ষ থেকে গাঁজাসহ মোশারফকে আটক করে পুলিশ।
কুমিল্লার তিতাসে ৭ কেজি গাঁজাসহ মোশাররফ হোসেন(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে তিতাস থানাপুলিশ।
মাদক বিক্রেতা উপজেলার বড় গাজীপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী আব্দুল মোর্শেদের ছেলে।
রবিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির একটি কক্ষ থেকে গাঁজাসহ মোশারফকে আটক করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়- মোশারফ ও তার বাবা মোর্শেদ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসা করে আসছিল। তাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে ৮/১০টি করে মামলা রয়েছে। এলাকাবাসী আরও জানান পুলিশ বিভিন্ন সময় তাদেরকে গাঁজাসহ আটক করে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করলেও পরবর্তীতে জামিনে এসে পুনরায় গাঁজা বিক্রি শুরু করে তারা।
তিতাস থানা পুলিশ জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি গাজীপুর বাজার সংলগ্ন মোর্শেদ মিয়ার বাড়িতে গাঁজার চালান রদবদল হবে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোর্শেদ মিয়া ছেলে মোশারফকে দুই কেজী গাঁজাসহ আটক করি।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মোশারফের তথ্যমতে তাদের বিল্ডিং এর সানশেডে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে মোট সাত কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে এসে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিকালে তাকে আদালতে প্রেরণ করেছি।
No comments