সরকারি দলের গত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবীতে কুমিল্লায় গণঅনশন ও গণসমাবেশ ২২ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: "ধর্মীয় রাষ্ট্র নয়- ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই" -এ শ্লোগান সামনে রেখে আসছে ২২ সেপ্টেম্বর শুক্রবার ২০২৩ইং সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) কুমিল্লা টাউনহল মাঠে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ সরকারি দলের গত নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবীতে গণঅনশন ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও আসছে ০৬ অক্টোবর শুক্রবার ২০২৩ইং দুপুরবেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর উদ্যোগে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই গণঅনশন ও গণসমাবেশ এবং মহাসমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কুমিল্লা ও মহানগর শাখাসহ জেলার সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সকল সমমনা দলগুলোর নেতৃবৃন্দকে যথাসময়ে দলে দলে যোগদান করে মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণত সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী এবং আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার।
No comments