বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার কংশনগর বাজারে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান গত শনিবার দিবাগত-রাত আড়াইটায় এস.আই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কংশনগর বাজারে মাদক বিক্রি করার সময় এক যুবককে হাতে নাতে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে আটক যুবক একজন চিহ্নিত একজন মাদক কারবারি। তার বাড়ি জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পশ্চিম সিংহ গ্রামের ফজলু মিয়ার ছেলে মোঃ মকবুল হোসেন (৩২)। এ ব্যপারে রোববার বুড়িচং থানায় একটি মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। রোববার দুপুরে বুড়িচং থানাপুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments