লালমনিরহাটের পথে পথে যুবদলের সাধারণ সম্পাদক নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ
লালমনিরহাট জেলা সংবাদ;
লালমনিরহাটের পথে পথে যুবদলের সাধারণ সম্পাদক নয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ.
লালমনিরহাট জেলার হাতিবান্ধার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট এবং গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, দুপুরে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়। ।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।
লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত সময়ে রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু সেই ত্যাগ জিয়া পরিবারের ত্যাগ থেকে বেশি নয়। একটা বানোয়াট মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭ বছর কারাগারে রাখা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু তিনি যাননি। এই দেশের মানুষের কথা ভেবে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দেশে থেকে গেলেন।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অর্ন্তবর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ডামি সরকারের দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, গত ১৮ বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। যারা গুম-খুনের সাথে জড়িত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন আরও বলেন, সবাইকে সংযত হতে হবে, অসীম ধৈর্য ধারন করতে হবে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবে না।
এসময় লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments