আটপাড়ায় গ্রাম পুলিশের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতরণ
নেত্রকোনা প্রতিনিধিঃ
আটপাড়া উপজেলা ২০২৩-২৪ অর্থবছরের গ্রাম পুলিশের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা ৭ টি ইউনিয়নের ৬৭ জন গ্রামে পুলিশদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৬ জন গ্রাম পুলিশের সদস্যদের মাঝে সার্ট, পান্ট, ছাতি,জুতা, কাটিগান, শীতের পোশাকসহ প্রায় ১৪ ধরনের মালামাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান এর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি অফিসার নিলুফা ইয়াসমিন নিপা উপস্থিত থেকে এসব মালামাল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, গ্রাম পুলিশ একদম তৃণমূল পর্যায়ে কাজ করে থাকে। তাদের দায়িত্ব গ্রামের কোথায় কি ঘটছে এবং সমাজে কোথায়-কীভাবে মাদক ক্রয়-বিক্রয়, সেবনকারীদের চিহ্নিতের পাশাপাশি তাদের নামের তালিকা প্রস্তুত করে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া। ফলে গ্রাম পুলিশ আরো কঠোর ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সমাজে কোনো প্রকার মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করতে দেওয়া যাবে না। যুব সমাজ রক্ষার্থে কঠোর ভূমিকা পালন করতে হবে। এছাড়া বর্তমানে বিভিন্ন মন্দির, পূজামন্ডপ পাহারা দেওয়াসহ বিভিন্ন অবকাঠামো ভাঙচুর না হয় তার জন্য সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম উপস্থিত ছিলেন।
No comments