কল্যাণ রাষ্ট্র গঠনে তারেক রহমান বদ্ধপরিকর: যুবদল সাধারণ সম্পাদক নয়ন
নিরাপদ ও কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান।
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, এক যৌথ কর্মীসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ২৪'র গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। পৃথিবীর নৃশংসতম ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা পালিয়েছে। আওয়ামী লীগ দেশ ও জাতির শত্রু । ফ্যাসিস্ট পরিচয়ে পরিচিত কারো রাজনীতি করার অধিকার নাই। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন ফ্যাসিস্ট অপশক্তি আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
নুরুল ইসলাম আরও বলেন, নির্বাচনের আগে গণতন্ত্রের যে উপাদানগুলো আছে, সেগুলোকে নিশ্চিত করতে হবে। জনগনের ভোটের অধিকার, মানুষের বাক-স্বাধীনতা, সামাজিক অধিকার, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের সকল প্রত্যাশা পূরণ হয়। তা পূরণ করতে হবে।
দলে কোনো ধরনের সুযোগসন্ধানী অনুপ্রবেশ করতে পারবে না, ফ্যাসিস্টের দোসরদের দলে জায়গা দেওয়া যাবে না। দেশনায়ক তারেক রহমানের সকল নির্দেশনা মেনে চলতে হবে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
যৌথ কর্মীসভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
No comments