Breaking News

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে হোমনায় মশাল মিছিল

মইনুল ইসলাম মিশুক, হোমনা উপজেলা প্রতিনিধি; 

কুমিল্লার হোমনায় উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। 

০৯ নভেম্বর-২০২৪ইং সন্ধ্যা ৬ টায গণঅধিকার পরিষদ জিওপি, হোমনা উপজেলা, শাখার আয়োজনে,জেনেভায় গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মশাল মিছিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হোমনা উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি দুলাল খানের সভাপতিত্বে,

গণ অধিকার পরিষদ, হোমনা উপজেলা শাখার সাধারন সম্পাদক রাজু আহমেদ সরকারের নেতৃত্বে মশাল মিছিলটি হোমনা  ওভার ব্রিজ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজু আহমেদ সরকার -সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা গনঅধিকার পরিষদ, দুলাল খান- সভাপতি, হোমনা উপজেলা গনঅধিকার পরিষদ, আরো ছিলেন আলাউদ্দিন মিয়া, পারভেজ আহমেদ, মঙ্গল মিয়া, সেলিম মিয়া, সুজন সরকার, স্বাধীন মিয়া, রাসেল মিয়াসহ গণঅধিকার পরিষদ হোমনা শাখা অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বক্তব্যে রাজু আহমেদ বলেন, উপদেষ্টা আসিফ নজরুল হোমনার সন্তান আমরা তার অপমান সহ্য করব না। হোমনার মাটিতে আওয়ামী লীগের ঠাই নাই অনতি বিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান।

No comments