দাউদকান্দিতে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে গাড়ি চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান- শুক্রবার ভোর রাতে মহাসড়কের শহীদনগর মিল গেইটের সামনে কুমিল্লাগামী অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেলের (ঢাকা মেট্রো-ল- ৩০-৬৫৭২) চালক ও আরোহী মারাত্মক আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরোহী মোঃ মামুন খান (২৩) কে মৃত্যু ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় চালক মোঃ সাহেদ মিয়া (২৩) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত মোঃ মামুন খান দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ইউসুফ আলী খানের ছেলে। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
No comments