সয়াবিন তেলের দাম কমল ১৪ টাকা, সোমবার থেকে লিটার ১৮৫



নিজস্ব প্রতিবেদক:
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমে ১৮৫ করা হয়েছে। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত হলো।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে।

রোববার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ টেলিফোনে বলেন, ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

তিনি জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।


সোর্স: দেশ রূপান্তর



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url