-->

Breaking News

অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটে অস্বস্তিতে কামরাঙ্গীরচর বাসী

সকালের কথা

নিলয় ,কামরাঙ্গীরচর প্রতিনিধি :
দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতাধীন কামরাঙ্গীরচর সবচেয়ে ঘনবসতি পূর্ন এলাকা। এখানে প্রায় ষোল লাখ মানুষের বসবাস।রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়ে বাংলাদেশ। ফলে বিদ্যুৎ সরবরাহ সারাদেশে কমিয়ে দেয় সরকার। দেশের বিদ্যুৎ চাহিদা প্রায় সাড়ে তের হাজার। যোগান কম থাকায় সরকার সেটি বারো হাজারে নামিয়ে আনে। 

কামরাঙ্গীরচর ঘনবসতি এলাকা হওয়ায় বিদ্যুৎ ঘাটতিতে জনজীবনে বিপর্যয়ের মধ্যে পড়েছে। বিশেষ করে শিশুরা ভোগান্তির স্বীকার হচ্ছে বেশী। কামরাঙ্গীর চরে প্রতি চার ঘন্টার ব্যবধানে একবার করে লোডশেডিং হচ্ছে। কয়েকজন গৃহিনীর সাথে কথা বলে যায় যায়। তারা ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সময়মত বিদ্যুৎ না থাকলে শিশুরা প্রয়োজনমত ঘুমাতে পারে না।যার ফলে অসুস্থ হয়ে পড়ার আশাঙ্কা দেখছেন মায়েরা। ভোগান্তি স্বীকার হচ্ছেন পরিক্ষার্থী ছাত্র ছাত্রীরা। দেশের বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধান হবে না বলে ও জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানী প্রতিমন্ত্রী নজরুল হামিদ খান।

No comments