এই ওয়েবসাইটটি বিক্রয় করা হবে। ফুল সেটআপ সহ নিতে বা বিস্তারিত জানতে কল করুন : ০১৭২৬৭৮২৫১২ 🚀 গভীর রাতে হঠাৎ আগুন, পুড়ে ছাই দোকানপাট - Sokalerkotha

Breaking News

গভীর রাতে হঠাৎ আগুন, পুড়ে ছাই দোকানপাট


আবু মাসুম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
০২-১০-২০২২ রাত ২ টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা ও সলঙ্গা ইউনিয়নের শাহরিয়ারপুর গ্রামের আব্দুল লতিফের দোকানে ভয়াবহ আগুন লেগে ফ্রীজ, টিভি,অনলাইন লেনদেনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ দোকানের মুদি  মালামাল পুরে গেছে দোকানে আনুমানিক ৫-৬ লক্ষ টাকার জিনিসপত্র ছিলো।দোকানটাই ছিলো তার উপার্জনের একমাত্র মাধ্যম। 

দোকান মালিক জানাই আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাকে একটু সার্বিক সহযোগিতা করে তাহলে হয়তো আমি কোন ভাবে নতুন করে জীবিকা নির্বাহ করতে পারবো আমার এই ব্যবসায়িক প্রতিষ্টান টা আবারো সাজাতে পারবো।    আগুন লাগার রহস্য এখনও পরিষ্কার না।

No comments