কবি নজরুলের মাঝে বঙ্গবন্ধুকে খুঁজে পাই - এমপি বাহার
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবসন্তান হলো বঙ্গবন্ধু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাঝেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুঁজে পাই। সাম্য, মানবতা, ও দ্রোহের কবি নজরুল মানুষের জয়গান গেয়েছেন, এমপি বাহার বলেন, মুক্তির জয়গান গেয়েছেন তিনি।
রবিবার সকালে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউটে জেলা প্রশাসন, কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র ও নজরুল পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চেতনায় নজরুল স্মৃস্তিম্ভে শ্রদ্ধা জানান এমপি বাহার। পরে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নজরুল ইন্সটিউিট, কালচারাল কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, বাংলা সংস্কৃতি বলয় ও বিভিন্ন সামাজিক সাংসআকৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।
আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও নজরুল পরিষদের সহ-সভাপতি পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মংনেথোয়াই মারমা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আসাদুজ্জামান, শ্রীকাইল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামা প্রসাধ ভট্টাচার্য্য, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়–য়া। এ সময় জেলার বিভিন্ন সাংস্কুতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্য দেলোয়ার হোসেন জাকির ও কুমিল্লা নজরুল ইন্সটিউিট কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ আল আমিন।
No comments