আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হবে
আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হবে
জেবলু তনচংগ্যা (রাঙ্গামাটি প্রতিনিধি ):
আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ আবারো শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এতে খুশি ব্যবসায়ী, তবে জেলেরা জানিয়েছেন বন্ধের সময়ও যেনো ভিজিএফ সহায়তা অব্যাহত থাকে। মৎস্য বিজ্ঞানীদের ব্যাখ্যা ও ব্যবসায়িদের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ( বিএফডিসি)।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লিপন মিয়া সহ মৎস্য ব্যবসায়ীরা।
No comments