ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।
শনিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন চন্ডিপুরে সাবেক চেয়ারম্যান এ কে আজাদ এর বাড়ীর সামনে মশলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী৷ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী। মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুর রহমান জিকু এর সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভূইয়ার সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রায়হান মনির রাসেল এর পরিচালনায় জাতীয় শোক সভা মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সুজন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মোঃ জহিরুল হক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, মালাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেম্বার, প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম ভূইয়া, ছাত্রলীগের সাবেক আহবায়ক জেলা যুবলীগের সদস্য ফুরকান আহাম্মদ সবুজ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল হক বাপ্পি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন জীবি এড.আতিকুল রহমান খান, ছাত্রলীগ নেতা মোঃ আবু কাউছার দিপু৷
ওই আলোচনা সভায় বক্তারা ১৫ ই আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেট হামলাকারিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়৷ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ আলোচনা সভা শেষে ১৫ই আগস্ট ও ২১শে আগস্ট গ্রেনেট হামলায় শাহাদাৎ বরণ কারীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
No comments