বাংলাদেশের কৃতি সন্তান ইংল্যান্ডের IEEE সিনিয়র সদস্য নির্বাচিত - Sokalerkotha -->

Breaking News

বাংলাদেশের কৃতি সন্তান ইংল্যান্ডের IEEE সিনিয়র সদস্য নির্বাচিত

হোমনা উপজেলা প্রতিনিধি: হোমনার কৃতি সন্তান  ডক্টর এম এম মনজুরুল ইসলাম ইংল্যান্ডের IEEE  সিনিয়র সদস্য নির্বাচিত। কুমিল্লার হোমনার কৃতি সন্তান ইংল্যান্ডের বিখ্যাত উলস্টার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর এম এম মনজুরুল ইসলাম পৃথিবীর সবচেয়ে স্বনামধন্য ইনস্টিটিউট " ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারাস" সংক্ষেপে- IEEE এর সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক  মোঃ নুরুল ইসলাম বি.কম সাহেবের তৃতীয় ছেলে  ।

ডক্টর এম এম মনজুরুল ইসলাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট থেকে কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর দক্ষিণ কোরিয়ার উলসন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।

হোমনা পৌরসভার  শ্রীমদ্দি গ্রামের কৃতিসন্তান এম এম মনজুরুল ইসলামের অনন্য কৃতিত্বে এলাকাবাসী গর্বিত ও আনন্দিত ।

No comments