এই ওয়েবসাইটটি বিক্রয় করা হবে। ফুল সেটআপ সহ নিতে বা বিস্তারিত জানতে কল করুন : ০১৭২৬৭৮২৫১২ 🚀 দারিদ্র সেবায় সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ - Sokalerkotha

Breaking News

দারিদ্র সেবায় সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ

 সিরাজগঞ্জের তাড়াশে দারিদ্র সেবায় নিয়োজিত সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে ইফতার বিতরণ  

মোঃ আবু মাসুম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকায় ৩০ই মার্চ শনিবার ১৯তম  রমজানে তাড়াশের দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের  পহ্মথেকে একটি ইফতার বিতরনের আয়োজন করেছিল সেখানে উপস্থিত ছিল তাড়াশ দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের সভাপতি মোঃ আবু মাসুম এবং সহ-সভাপতি নাজনীন হক নিপা সংগঠনের প্রতিষ্ঠাতা জনি পারভেজ জয় সাংগঠনিক সম্পাদক রায়হান এবং কোষাধ্যক্ষ আবু তালহা,  আল- আমিন এবং উম্মে হাবিবা ।  দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের ইফতার বিতরন অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত ছিলেন তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি মোঃ দেলবার আহম্মেদ ও রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা মোঃ মাসুম বিল্লাহ।  


এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ আবু মাসুম কে বললে তিনি জানান আমাদের ছোট একটি উদ্দেগ ছিল ২০২০ সালে যখন করানা মহামারী তে সারা দেশ আতংক তখন আমাদের ইচ্ছে ছিল অনেক বড় কিন্তু আমরা সবাই হ্মুদ্র হ্মুদ্র মানুষ জন্য সকল ধরনের সহযোগীতা করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মত মানুষের পাশে দারিয়ে তাদের সেবা করার জন্য।  এখনো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যেন অসহায় মানুষদের পাশে দারিয়ে তাদের সেবা করতে পারি আর আমারা চেষ্টা করবো এর পরবর্তী তে তাড়াশের মানুষের এই সহযোগিতায় তাদের ভালোবাসায় তাদের পাছে দারিয়ে সেবা করার জন্য।

No comments