সম্পূর্ণ সেটআপসহ প্রস্তুত ওয়েবসাইট বিক্রয়! আকর্ষণীয় ডিজাইন, এসইও-পূর্ণ, দ্রুত লোডিং স্পিড। বিশেষ মূল্যছাড়! যোগাযোগ করুন: ০১৭২৬৭৮২৫১২ 🚀
হোমনায় যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন - Sokalerkotha.Com | স্পষ্টভাষায় সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ

Breaking News

হোমনায় যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

 

মইনুল ইসলাম মিশুক, হোমনা উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে মিথ্যা, বানোয়াট ও পরিকল্পিত ভাবে অবিস্ফোরিত ককটেল ও পাইপগান উদ্ধার মামলার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন এলাকাবাসী।

রবিবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামবাসীর উদ্দ্যোগে ঘারমোড়া মেইন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ঘাড়মোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, ঘাড়মোড়া ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু কালাম, ঘাড়মোড়া ইউপি ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য জেসমিন আক্তার, মোঃ মনির হোসেন, আসাদ মিয়া, মোঃ কাউছার আহমেদ, মো খালেক মিয়া, বাছিয়া আক্তার , জয়নব বিবি, হাওয়া বেগম, জয়তুন বিবি, সফুরা বেগম, হাবিবুল্লাহ প্রমুখ। এছাড়াও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মামুন খুবই ভালো ছেলে ছিলেন তার পূর্ব কোন খারাপ রেকর্ড নেই। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে ককটেল, পাইপগান বাড়ির রান্না ঘরের চালে দিয়ে তাকে মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ করেন মানববন্ধকারীরা । মানববন্ধন কর্মসূচিতে গ্রামবাসীরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তদন্ত করে মামুনকে নিঃশর্তভাবে  মুক্তি দেওয়া হোক।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘারমোড়া ইউনিয়নের নয়াহাটি গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাইপাগান ও ছয়টি ককটেল উদ্ধার করে এবং তাকে আটক করা হয়।

No comments