Breaking News

হোমনা উপজেলা আন্ত স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়।


মইনুল ইসলাম মিশুক, হোমনা উপজেলা প্রতিনিধি: ক্রিকেটে চ্যাম্পিয়ন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়। 

৫৩ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫। 

আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অফিস, হোমনা, কুমিল্লা। 

উক্ত আয়োজনে ক্রিকেট (বালক) টুর্নামেন্টে ফাইনালে উত্তীর্ণ হয় দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয় ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়। ০৬ ওভারের ফাইনাল খেলায় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে সংগ্রহ করে ৩৮ রান জবাবে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ৫ ওভার ১ বলে ৭ উইকেট হাতে রেখে জয় লাভ করে। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোঃ ইউনুস মিয়া ৯ম শ্রেণী দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়।


দুলালপুর চন্দ্রমল্লী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল :

১)মোহাম্মদ শাহিন ১০ম অধিনায়ক 

২) মো: ইউনুস মিয়া ৯ম

৩) শাহজালাল মিয়া ৯ম 

৪) সিয়াম প্রধান দশম 

৫) মোহাম্মদ আল-আমিন ১০ম

৬) মোঃ ফাহিম মিয়া ১০ম

৭) মোঃ আরাফাত ইসলাম আরিয়ান ১০ম

৮) মোহাম্মদ আরাফাত ১০ম

৯) ইরফান মিয়া ১০ম

১০) ইমরান হোসেন সাইফ ৯ম

১১) মোহাম্মদ ইয়াসিন ৮ম

১২) মো:সাইজুদ্দিন ৭ম

১৩) মোঃ মনির ৭ম

১৪) অর্পণ চন্দ্র সরকার ১০ম

কোচ: মোঃ হাবিবুর রহমান (শারীরিক শিক্ষা শিক্ষক)

No comments