Breaking News

রোটারী ক্লাব অব কুমিল্লার নিয়মিত সাপ্তাহিক সভা ও দ্বিতীয় ইফতার মাহফিল


 তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। 

রোটারী ক্লাব অব কুমিল্লার নিয়মিত সাপ্তাহিক সভা ও দ্বিতীয় ইফতার মাহফিল ও  RIPSA টিমের ক্লাব ভিজিট ১২ মার্চ বুধবার নগরীর বাগিচাগাঁও আজিজ-উল হক রোটারি সেন্টারে  অনুষ্ঠিত হয়। 
এতে উপস্থিত ছিনেন রোটারী ডি-65 এৱ অ্যাডভাইজার প্রফেসর ডা. তৃপ্তীশ  চন্দ্র ঘোষ, ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জামাল নাসের ও প্রফেসর ফারুক আহমেদসহ অন্যান্য কো-কোঅর্ডিনেটরবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই.পি.পি নজরুল হক ভূঁইয়া স্বপন। এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম ও ক্লাব সেক্রেটারি এডভোকেট মাসুদ শিকদার সহ অন্যান্য রোটারিয়ানরা। 
ক্লাবের সাবেক সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন এর তত্ত্বাবধানে প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন- ক্লাব সদস্য রায়হান মাহমুদ চৌধুরী।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

No comments