চট্টগ্রামে ১১৬তম জব্বারের বলী খেলায় এবারও চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ ;
মইনুল ইসলাম মিশুক, কুমিল্লা, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের কৃতি সন্তান শরীফ ওরফে বাঘা শরীফ চট্রগ্রামের লালদীঘি ময়দানে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন হয়েছে। শরীফ ২০২৪ সালেও শরীফ চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনেন। বলী খেলায় শরীফ চ্যাম্পিয়ন হওয়ার খবরে হোমনাবাসী আনন্দিত।
জানাগেছে, বিকাল ৩টা থেকে শুরু হওয়া বলীখেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৪৭ বলী অংশ গ্রহন করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ সভাপতি হিসাবে বলীখেলার উদ্বোধন করেন। এতেপ্রধান অতিথি বজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করোপরেশনের মেয়র শাহাদাত হোসেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে প্রথম রাউন্ড ৪০ জন ২ হাজার টাকা, চ্যাম্পিয়ন বাঘা শরীফ পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট দেওয়া হয়। রানারআপ রাশেদ পেয়েছেন ২০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি হিসাবে চট্টগ্রাম শহরের বদরপাতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের নামানুসারে ‘জব্বারের বলী খেলা’ নামে এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বাংলা সনের ১২ বৈশাখ এ খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে ১১ থেকে ১৩ বৈশাখ বসে বৈশাখী মেলা।
এ আয়োজন এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নামকরা বলীরা (কুস্তিগীর) এই খেলায় অংশ গ্রহন করেন।
No comments