পথশিশুর যাত্রা | রবিউল ইসলাম
পথশিশুর যাত্রা
এস এম রবিউল ইসলাম
পথশিশুর পথযাত্রার
থাকে না কোন জ্যোতি,
একলা ঘুরে রাত্রি ঘুমায়
পায় না কোন সাথী।
রাস্তায় কিংবা স্টেশনে
চায় সামান্য অতি,
সোহাগ করে কেউ বলেনা
পাল্টাবো চলার গতি।
মোরা সচল পথে ধারে
থাকলেও নেইনা রতি,
পথশিশু পথের কাটা
টানে করে ক্ষতি।
সুস্থ মনে বিবেক টেনে
দেখাও সত্যের আলো,
কপাল পুড়ে কালো করে
পাবেনাকো সদা জ্বালো।
পথশিশুর বক্ষে আগুন
দেখেনি আপন জন,
পর অধীনের বন্ধি শালায়
গড়ছে তার জীবন।
পথশিশুকে আপন করে
দেখাও আলোর পথ,
শিক্ষার নীড় ঢেলে দিয়ে
দেখাও তাদের রথ।