সম্পূর্ণ সেটআপসহ প্রস্তুত ওয়েবসাইট বিক্রয়! আকর্ষণীয় ডিজাইন, এসইও-পূর্ণ, দ্রুত লোডিং স্পিড। বিশেষ মূল্যছাড়! যোগাযোগ করুন: ০১৭২৬৭৮২৫১২ 🚀
এবার কারাগারে হাজতির বিয়ে - Sokalerkotha.Com | স্পষ্টভাষায় সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ

Breaking News

এবার কারাগারে হাজতির বিয়ে


নিজস্ব প্রতিবদকঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি পার্ট-৪ এক বন্দি হাজতির বিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের আদেশে এ বিয়ে দেওয়া হয়।  

ওই হাজতি বর হলেন নরসিংদী মাধবদী থানার নয়াকান্দি গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. সুজন (২১)। কনে হলেন ঠাকুরগাঁও সদরের ছিটসিলা গ্রামের সফি ইসলামের মেয়ে রুমি আক্তার (২০)।

কারাসূত্রে জানা গেছে, ওই হাজতি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে কারাগারে বন্দি। আদালতের আদেশ মোতাবেক কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল সাংবাদিকদের বলেন , ‘আমরা বিয়ের কাবিননামা আদালতে পাঠিয়ে দেবো। বিয়ের পর মেয়ে ও ছেলে পক্ষ বাসায় চলে গেছেন। হাজতি কারাগারে রয়েছেন। পরবর্তী পদক্ষেপ আদালতের হাতে।’

No comments