তাড়াশ লায়ন ক্রিকেট ক্লাবের খেলা ও মিলন মেলা - Sokalerkotha -->

Breaking News

তাড়াশ লায়ন ক্রিকেট ক্লাবের খেলা ও মিলন মেলা

মোঃ আবু মাসুমঃ সিরাজগঞ্জ  প্রতিনিধি;

সিরাজগঞ্জে তাড়াশে অনেক দিন পরে একটা তাড়াশ লায়ন ক্রিকেট ক্লাবের উদ্যগে এক বিশাল ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল তাড়াশ লায়ন ক্রিকেট বাহিনীর সদস্যরা।  উক্ত ম্যাচে সাবেক খেলোয়াড় এবং  বর্তমান খেলোয়ার নিয়ে ম্যাচটি অনুষ্ঠাীত হয়  সাবেক খেলোয়াড় এর মধ্যে অনেকই এখন রয়েছেন কর্ম ব্যস্ততায় অথবা কেউ কেউ রয়েছে বিভিন্ন কাজে রাজনৈতিক কাজ নিয়ে। অনেকই হয়ত  রাজনৈতিক মাঠে বিভিন্ন দলের থাকলেও তারা কিন্তু খেলার মাঠে সেই ছেলেবেলার বন্ধু হিসেবেই সবাই খেলাটি উপভোগ এবং খেলাটা উদযাপন করেছে।   আজকে ছোট লায়ন বাহিনী দলের অধিনায়ক এর দায়িত্ব পালন করেন মোঃ আলামগীর এবং সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করে হাইদুল রহমান নোমান এবং বড় দলের অধিনায়ক এর দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মজিদ  এবং তার সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন মোঃমিনহাজুর রহমান শুভ ।  উক্ত খেলায় টচ জিতে জুনিয়র রা ব্যাটের সিদ্ধান্ত নেয় এবং তারা ১৬ অভারে ১৫৯ রান করে ১৬০ রানের টার্গেট দেয় এবং সিনিয়র রা অনেক সুন্দর ভাবে একটি খেলা উপহার দেয় কিন্তু তারা জয়  লাভ করতে পারে নাই।  তারা ১৭ রানে অপরাজিত হয়। ম্যাচ শেষে জুনিয়র রা সিনিয়র বড় ভাইদের কে কলম দিয়ে বরন করে নেয়।  এবং জারা অত্যান্ত যোগ্যতার পরিচয় দিয়ে ভালো খেলেছে তাদের পুরস্কৃত করে।  

সফল ক্যাপটেন্ট এবং সুন্দর খেলার জন্য পুরস্কৃত হন জুনিয়র একাদশের আলমগীর।  শ্রেষ্ঠ কিপার হন মোক্তার হোসেন।  সর্বচ্চ রানের জন্য পুরষ্কার পান সিনিয়র দলের খেলয়ার রাজিব হাসান।  এবং শ্রেষ্ঠ ক্যাচ ধরার জন্য পুরষ্কার পান সিনিয়র দলের খেলয়ার তানভির ও সবচেয়ে বেশি উইকেট এর জন্য পুরষ্কার পান জুনিয়র একাদশের খেলয়ার রাশিদ।  সিনিয়র দলের সহকারী অধিনায়ক মিনহাজুর রহমান শুভ বলেন আমরা চেষ্টা করছি আমাদের ভালো টা দেওয়ার জন্য কিন্তু আমাদের  জুনিয়র রা অবশ্যই অনেক ভালো খেলে ম্যাচটি জয় লাভ করেছে।  আমারা চাই আমাদের এই লায়ন ক্রিকেট ক্লাবের নাম সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সুনাম অর্জন করুক  ।  আজ তাড়াশে একটা ভালো মাঠ না থাকার কারনে আজ অনেকেই খেলাধুলা ছেড়ে বাজে কাজে লিপ্ত হচ্ছে তাই আমি আমাদের সিরাজগঞ্জ জেলা প্রসাশন এবং তাড়াশ উপজেলা প্রসাশন এর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি আমাদের সুন্দর একটা মাঠের ব্যবস্থা করে দেন তাহলে আমারা আমাদের যারা ছোট আছে তারা অবশ্যই আপনাদের সুন্দর একটা সমাজ উপহার দিবে।  তাহলে হয়ত তারা খেলার জন্য মাঠে আসবে তারা হয়ত বাজে কাজ থেকে বিরত থাকব।

No comments