কামারখন্দ সড়ক দূর্ঘটনায় নিহত ৫ আহত ৭
মোঃ আবু মাসুম, সিরাজগঞ্জ প্রতিনিধি;
চাপাই থেকে ছেড়ে আসা তিশা পরিবহন ও নাটোর থেকে ছেড়ে আসা মাইক্রোবাস সিরাজগঞ্জ, কামারখন্দ থানা, ঝাঐল ওভারব্রিজ এর উপরে তিশা পরিবহনের চাকায় হাওয়া চলে যাওয়ায় গাড়ির গতিসীমা কমিয়ে দেয়, পিছন দিক থেকে আসা মাইক্রোবাসটা ব্রেক কন্ট্রোল করতে না পেরে ব্রিজের রেলিংয়ের সাথে লাগিয়ে দেয় তৎক্ষনাৎ বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়ায় ৫-৬ জন নিহত ও ৬-৭ জন গুরুতর আহত হন। আহতদের কে সিরাজগঞ্জ জেলা পুলিশ কর্মকর্তাগন এবং ফায়ার সার্ভিস
উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আরো গুরুতর হওয়ায় কারনে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল এ প্রেরণ করা হয়েছে বলে জানায় দায়িত্ব প্রাপ্ত পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা
No comments