মানুষ মানুষে | কবিতা
মানুষ মানুষে
-জুবাইদ মাহাদী
মানুষ সহ্যের সীমা ছাড়িয়ে যায়
যখন-
পাহাড় ভেঙ্গে মাটি নিচে গড়িয়ে পরে।
মানুষ ততক্ষণ ধৈর্য্য ধারন করে
যতক্ষণ-
সাগরের বুকে না ঢেউ আছড়ে পড়ে।
পৃথিবীতে সবকিছু দুই পৃথিবীর ব্যাপার-
একজন মানুষের সাথে সবকিছুর
কারবার।
মানুষ মানুষকে সহ্য করে না,
মানুষ মানুষের প্রতি ধৈর্য্য ধারন করে না,
কেনো?
সৃষ্টিকর্তার কি তাহলে-
না,তাতো না।
তাহলে কি মানুষের পরিহাস?
ভাগ্যের দুটানায় নিজেকে জড়িয়ে হাত পা গুটিয়েছে?
আসলেই তাই।
মানুষ আজ ধৈর্য্যহীন,
মানুষ পরিবর্তনহীন,
সবাই না, আবার সবাই।
নিজেকে সপে দিয়েছে ভাগ্যের হাতে,আর-
ভাগ্য সুযোগ পেয়েছে,
মানুষে মানুষে বিবাদ ঘটিয়েছে,
সব কিছুকে বানাচ্ছে ইতিহাস।
ভাগ্য এখন আমাবস্যার চাঁদ,
মানুষে মানুষে নির্মম পরিহাস।
No comments