সাভারে লোডশেডিং-এ অতিষ্ট জনজীবন

 

সাভারে লোডশেডিং-এ অতিষ্ট জনজীবন

মাহমুদ,সাভার প্রতিনিধি: সাভারে প্রতিদিনই বাড়ছে লোডশেডিং। জনজীবন হয়ে পড়ছে দুর্বিষহ। দিনের বেলা বিদ্যুৎ থাকছে না বেশির ভাগ সময়। রাতেও ২ ঘন্টা বিরতি দিয়ে চলছে লোডশেডিং।

ঢাকার কাছেই অবস্থিত সাভার উপজেলা। সাভার উপজেলার ভিতর মোট ১২টি ইউনিয়ন রয়েছে। ঢাকা শহরে যেখানে গড়ে ৬ ঘন্টা বিদ্যুৎ থাকে না সেখানে সাভারে গড়ে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।

বিশেষ করে সাভারের পাথালিয়া, শিমুলিয়া এবং ধামসোনা ইউনিয়নে ১০ ঘন্টা থেকে কখনো কখনো ১২ ঘন্টা পর্যন্ত থেমে থেমে চলছে লোডশেডিং-এর দুর্ভোগ।

পাথালিয়া ইউনিয়নের বাসিন্দা নাহিদ জানায়, দিনের বেলা তো বিদ্যুৎ থাকছেই না এখন রাতেও অনেক সময় কয়েক ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে। এই অবস্থায় সকালে অফিস যাওয়া এবং দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে পরছে। 

ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করছে। কেউ কেউ লিখছে, সাভার বিদ্যুৎ মাঝে মাঝে ঘুরতে আসে।

এই পরিস্থিতি আরও কতদিন চলবে তা জানা যায় নি। তবে সাভার উপজেলার সকল মানুষই লোডশেডিং থেকে পরিত্রাণ চায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url