-->

Breaking News

কৃষক লাল মিয়ার বাসায় ভয়াবহ অগ্নিকান্ড

কৃষক লাল মিয়ার বাসায় ভয়াবহ অগ্নিকান্ড

আবু মাসুম, সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচরে কৃষক লাল মিয়ার বাড়িতে আগুন হঠাৎ ভয়াবহ অগ্নিকান্ড লেগে পুড়ে ছাই সবকিছু। এলাকাবাসী সবাই আতংকিত তারা জানায় যে হঠাৎ এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কৃষক লাল মিয়া অনেক ক্ষতি গ্রস্থ হয়েছে। এলাকা বাসি অনেকেই তখন আগুন নিভানোর চেষ্টা কার্য চালিয়ে গেছে কিন্তু আগুন এতটাই ভয়াবহ অবস্থা ছিল যে তাদের সবকিছু হাতের বাহিরে। যার ফলে সেইভাবে আগুন টা নিয়ন্তন করতে পারে নাই। কৃষক লাল মিয়া জানায় আমার এই বাড়ি টা ছিল আমার একমাত্র আশ্রয় স্থল বাড়িতে আমার জমানো কিছু টাকা এবং ঘরের মধ্যে আমাদের সারা বছরের খাবার চাউল সহ আমাদের বাসার আসবাসপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

এখন আমি কিভাবে থাকব। কিভাবে আমার পরিবার নিয়ে সারাটা বছর বসবাস করব কোথায় বা আমরা রাতটা থাকব না কি খাবো আমি কিছু বুঝতে পারছি না আমি এখন কি বলবো তাও বুঝতে পারছি না ৷ তাই আমি আমার শাহজাদপুর উপজেলা প্রসাশন এবং সিরাজগঞ্জ জেলা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি আমায় একটু সহযোগিতা করতেন তাহলে হয়ত আমি নতুন করে আমার পরিবার নিয়ে জীবন যাপন করতে পারব।

No comments