-->

Breaking News

অতীতের আক্ষেপ ঘোচাতে চায় টাইগার শিবির

অতীতের আক্ষেপ ঘোচাতে চায় টাইগার শিবির
অতীতের আক্ষেপ ঘোচাতে চায় টাইগার শিবির

নিলয়, স্পোর্টস নিউজঃ
টি২০ বিশ্বকাপের ৭বার মুখোমুখি হয়েছিলো ভারত বাংলাদেশ প্রতিবারি হারতে হয়েছে টাইগারদের। বর্তমান টি২০ বিশ্বকাপে নিজেদের গ্রুপে পয়েন্ট টেবিলে সমান চার পয়েন্ট নিয়ে অবস্থান করছে ভারত বাংলাদেশ উভয় দল।নেট রান রেটে অবশ্যই ভারত এগিয়ে৷ সেমিফাইনাল লড়াইয়ে টিকে থাকতে হলে জিততে হবে বাংলাদেশকে। এমন সমীকরণে ভারতের বিপক্ষে আজ দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ। পূর্নশক্তির ভারতের বিপক্ষে অগ্নি পরিক্ষা দিতে হবে লাল সবুজ বাহিনীকে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবের কথায় হয়ত সাহস পাবে আফিফ মোসাদ্দেকরা৷ আন্ডারডগ হয়েই মাঠে নামবে বাংলাদেশ । 

ভারত কে হারানোটায় হবে আপসেট জানালেন সাকিব নিজেই। তাই ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। বাংলাদেশের মূল শক্তির জায়গা এখন বোলিং ডিপার্টমেন্ট ।বিশেষ করে তাসকিন এবং মুস্তাফিজের অসাধারণ পারফরম্যান্স হয়ত স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা ঘুচানো গেলে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হয়ত মাঠে লড়াইটা জমে উঠবে। ভারতের তিন ব্যাটসমান সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলীকে আটকানোর মিশনে মুখোমুখি দুই দলের প্রধান বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আ্যডিলেডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। যদিও অস্ট্রেলিয়ার অনন্যা শহরের তুলনায় আ্যডিলেডে টানা বৃষ্টি হওয়ার রেকর্ড নেই তাই খেলা হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশ ইতিমধ্যে নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিশ্চিত করে এখন ফুরফুরে মেজাজে। লিটন আফিফ আর অধিনায়ক সাকিব জ্বলেই উঠলেই ভিন্ন এক ফলাফল দেখবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। এ প্রত্যাশা নিয়েই টাইগারদের আর ও একটি জয়ের প্রতীক্ষায় পুরো বাংলাদেশ

No comments