পাখির দৈনন্দিন | কবিতা
পাখির দৈনন্দিন
এস এম রবিউল ইসলাম (রবি)
ছুটে চলা পাখি
মারে ঘুরে উকি
এঁকেবেঁকে খায় তব কিট।
দুলে দুলে নেচে যায়
বাতাসের রঙিন পায়
শো শো শব্দেও তিক।
নদীর কলতানে
গরমে স্নানে নামে
দুপুরে রোদ্দুরে ঠিক।
পেটপুজো হলে তারা
ভাটিয়ালি গানের সারা
কন্ঠে কন্ঠে তুলে ফিক।
সন্ধ্যা নামিলে তারা
সমাবেশে বক্তারা
বেজায় খুশি চিকচিক।
No comments