-->

Breaking News

১৬ ডিসেম্বর বিজয় দিবস , খুনে ভেজা হাসি



এদিনে বিজয় আমাদের আপনা-আপনি আসেনি, এসেছে ত্যাগ ও ভালোবাসা দিয়ে। এদেশের প্রতি ইঞ্চি মাটি যেন সোনার চাইতে খাটি। এ মাটির সাথে মিশে আছে সেই ৫২ এর রফিক, সালাম, বরকত ও জব্বরসহ নাম না জানা অসংখ্য যুবকের রক্ত। ৬৬ ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, এবং ৭০ এ নির্বাচনে বিজয়ী হয়েও ক্ষমতায় বসতে না পারা। আমাদের প্রতি বিন্দু রক্ত যেন বলছিল আর কত কাল গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকবে? সেই দিন নিজ পিতামাতা, স্ত্রী-সন্তান নিজের ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে বীর দর্পে এগিয়ে দিয়েছিল সেই ক্ষিপ্র রণাঙ্গনের দিকে। আর বলেছিল ফিরে এসো বিজয়ী বেশে, নয়তো রক্তাক্ত জামা নিয়ে। সেই দীর্ঘ ৯ মাসে হাজারো লাঞ্ছনা, গঞ্জনা, ত্যাগ, তিতিক্ষা, মা-বোনের সম্ভম, বৃদ্ধ পিতার আর্তনাদ, তাজা খুনে ভেজা শিশুর বাবা-বাবা চিৎকার , হাজারো স্ত্রীর সাদা শাড়ি, প্রাণের ভয়ে দুর্বলদের দেশ ত্যাগ আর সহস্র নবীন নওজোয়ানের রক্তের বিনিময়ে গড়া আমার স্বাধীন বাংলাদেশ।

কোন চাটুকার আর মুনাফা লোভীদের হাতে এদেশ ছেড়ে দেওয়া মানে রক্তে ভেজা ভাইদের সাথে মুনাফেকি।

এজন্যই বলি,


বাঙালি আমি স্বাধীনতা কামী

স্বাধীনতাই আমার কাম্য,

আমার স্বাধীনতা কেড়ে নিতে চায়

ভিনদেশিদের জন্য,,

রক্ত দিয়েছি একাত্তরে

চাইনি কখনো পণ্য

স্বাধীনতাই আমার কাম্য।


এস এম রবিউল ইসলাম

অধ্যয়নরত ইসলামিক স্টাডিজ বিভাগ

টংগী সরকারি কলেজ,গাজীপুর।

No comments