তাড়াশে আর্জেন্টিনার বিজয়ে উল্লাসে আনন্দ মিছিল
মোঃ আবু মাসুম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহর এলকায় ১৯-১২-২২ইং সকাল ১০ ঘটিকায় তাড়াশ প্রেস ক্লাবের সামনে থেকে তাড়াশ পৌর শহরের মেইন মেইন সড়ক গুলোতে আর্জেন্টিনা সাম্যর্থক বিজয় মিছিল করেন। প্রিয় দল আর্জেন্টিনা জেতায় তাদের এই উল্লাস। গতরাত ৯ টায় ফাইনালে কাতার বিশ্বকাপ ফাইনালে অংশ গ্রহণ করেছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনাল বিজয়ী দল ফ্রান্স এবং টানা ৩৬ বছর কোন বিশ্বকাপ না পাওয়া দল আর্জেন্টিনা। উক্ত ম্যাচে আর্জেন্টিনা প্রথম অর্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধের খেলার ফলাফল ২-২ হয় তখন অতিরিক্ত সময়ে দুই দল আরো একটি করে গোল দিয়ে ৩-৩ করেন। পরবর্তী তে খেলাটি ট্রাইবেকারে অংশগ্রহন করেন ফ্রান্স এবং আর্জেন্টিনা। ৪-২ গোলে জয় লাভ করেন আর্জেন্টিনা। টানা ৩৬ বছর কোন শিরোপা না থাকলেও এবারের কাতার বিশ্বকাপের ফাইনালের শিরোপা জেতেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল আর্জেন্টিনা।
তাড়াশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয় এর সৌজন্যে উক্ত মিছিল টি অনুষ্ঠিত হয়। অনেক ব্রাজিল সামর্থ্যকই জানায় আমরা চাইছিলাম এবারের বিশ্বকাপের শিরোপা টা মেসির হাতে থাকুক নইল ফুটবল বিশ্বের একটা মুকুটহীন রাজার গল্প ইতিহাসের পাতায় সারা জীবন রয়ে যাবে। আর্জেন্টিনা এর এক সামর্থ্যক জানায় আর্জেন্টিনা কালকের ম্যাচটা অনেক ভালো খেলেছে তাদের সর্বোচ্চ টা দিতে পেরেছে জার জন্য ফ্রান্সের মতো এতটা শক্তিশালী দলকেও হারিয়ে জিততে পেরেছে কাতার বিশ্ব কাপের ফাইনাল শিরোপা। আমরা বিশ্বের সেরা একজন খেলোয়াড় কে আমরা দেখেছি যে খেলোয়াড়ের রয়েছে অনেক বড় বড় শিরোপা বার বার হয়েছেন বিশ্ব সেরা কিন্তু বাকি ছিল শুধু একটি জিনিসের যে জিনিস টা আমরা গত রাতে তার হাতে দেখতে পেরে আমরা অনেক আনন্দীত। তিনি ফুটবল বিশ্বের অন্যাতম একজন খেলোয়াড় হয়ত আগামীতে তাকে আর আমারা দেখতে পারবো না কিন্তু তিনি রয়ে যাবেন সারা জীবন ফুটবল বিশ্বের এক অন্যাতম যাদুকর হিসেবে। যাকে বলা হয় ক্ষুদে যাদুকর। তিনি রয়ে যাবেন হাজারো ফুটবল সমার্থ্যকের বুকে কথায় আছে না কীর্তি মানের মৃত্যু নেই।
No comments