আমেরিকায় প্রবাসীদের বিজয় দিবস ও লিটল বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ডেস্ক নিউজ:
হাজার হাজার মাঈল দুরে আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের লস এন্জেলেস এর ব্যস্ততম রাস্তা বন্ধ করে দিয়ে লাল সবুজের পতাকা উড়িয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশের ৫২তম ‘বিজয় দিবস’ এবং ‘লিটল বাংলাদেশ’ ও ‘বাংলার বিজয় বহর’ এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশিদের সংগঠন ‘বাংলার বিজয় বহর'। দুপুর ২টায় অর্ধশতাধিক এর উপড়ে গাড়িকে লাল সবুজের পতাকায় সাজিয়ে লিটল বাংলাদেশ এলাকা থেকে গাড়ীর বহর শুরু হয়।
গাড়ীর এই বহরের সময় রাস্তার দু’পাশে দাড়িয়ে বিভিন্ন দেশের জনগন হাতে তালি দিয়ে স্বাগত জানায়। লিটল বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে গাড়ীর বহর শেষ হয় লিটল বাংলাদেশ চত্বরে।স্বামী শুভানন্দপুরি মহারাজ অ্যাণ্ড গ্রুপের নতুন প্রজন্মদের দিয়ে শুরু হয় দুদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রচন্ড শিত উপেক্ষা করে বাংঙালীদের ঢল নেমে আসে লিটল বাংলাদেশ চত্বরে।বাংলাদেশ থেকে আমন্ত্রিত কন্ঠশিল্পী মন্জু সাহা, টেক্সাস থেকে আমন্ত্রিত লাবনীকে সাথে নিয়ে কাবেরী রহমান,উপমা সাহা,উর্মি আতাহার,সাথী বড়ুয়াকে সহ লস এন্জেলেস প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পীদের কে সাথে নিয়ে মিঠুন চৌধুরী সাজিয়া হক মিমি এবং ফারহানা সাঈদের সঞ্চালনায় জমকাল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে লস এন্জেলেস ও তার পার্শ্ববর্তী শহরে বসবাস রত বাংলাদেশীরা।
No comments