ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের গবাদিপ্রাণির বাছুর প্রদর্শণী - Sokalerkotha -->

Breaking News

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের গবাদিপ্রাণির বাছুর প্রদর্শণী


ব্র্যাকের নতুন বছর উদযাপন উপলক্ষে সারাদেশব্যাপী বাছুর প্রর্দশনী ও পুরষ্কার বিতরনী ক্যাম্পইনের অংশ হিসাবে শরীয়তপুর জেলায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ জানুয়ারি ১১, ২০২৩ তারিখে শরীয়তপুর জেলার ডগ্রী বাজার মাঠে বাছুর প্রর্দশনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃত্রিম প্রজনন ডাঃ মোঃ হাবিুবর রহমান, প্রফেসর ড. মো: ফখরুজ্জামান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মারুফ রিজভী তালুকদার (শরীয়তপুর সদর) এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন (নড়িয়া, শরিয়তপুর), শরিয়তপুর জেলা ব্র্যাক জেলা সমম্বয়ক, সমীর কুন্ড, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জোনাল সেলস ম্যানেজার (পশ্চিমাঞ্চল) এম এ মান্নান, রিজিওনাল সেলস ম্যানেজার মো: আশরাফুল ইসলাম । উক্ত অনুষ্ঠানের এর সভাপতিত্ব করেন ডা: মো: মতিউর রহমান, ম্যানেজার লাইভস্টক সার্ভিস ও ট্রেনিং, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, প্রধান কার্যালয়, ঢাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জোনাল সেলস ম্যানেজার (পশ্চিমাঞ্চল) এম এ মান্নান, ভেটেরিনারি সার্জন ডা: আবু হানিফা এবং এরিয়া সেলস ম্যানেজার মো: মনোয়ার হোসেন। অনুষ্ঠানে ব্র্যাক এর সিমেন ব্যবহারকরী শ্রেষ্ঠ ২৫ জন খামারীকে পুরষ্কার প্রদান ছাড়াও কৃত্রিম প্রজননের উপর নির্মিত নাটক সুখের খনি বড় পর্দায় প্রদর্শন করা হয়। 


সারাদেশব্যাপী তিন (৩) মাসব্যাপী এই কার্যক্রমে বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এবং নির্দেশনায় দেশের প্রত্যন্ত অঞ্চলের গবাদি প্রাণিসমূহকে ব্র্যাকের সুদক্ষ রেজিস্ট্রার ভেটেরিনারিয়ানগণ দ্বারা ৫৩ টি হেলথ ক্যাম্প, ১০৬ টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করে, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করবে। এছাড়া দেশব্যাপী ১৬ টি প্রোজেনি শোর মাধ্যমে ব্র্যাকের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুর প্রদর্শনীর মাধ্যমে খামারিদের পুরষ্কার প্রদান করা হবে। ব্র্যাকের এই উদ্যোগের ফলে গবাদি প্রাণির চিকিৎসাসেবা খামারি দোরগোড়ায় নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নতমানের পশুপালনে ও দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

No comments