সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে ৮ম শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু
মইনুল ইসলাম মিশুক, হোমনা উপজেলা প্রতিনিধি;
কুমিল্লার হোমনায় সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মিলা আক্তার (১৩) নামের এক ৮ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়। সে হোমনা উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে সে আজ ০৯/০১/২০২৩ দুপুর ২ টার দিকে উপজেলা সংলগ্ন সিটি সেন্টার ভবনের সাত তলা ছাদে কাপড় নাড়তে গিয়ে হঠাৎ পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে হোমনা সরকারী হাসপাতালে নিলে ২.২৬মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সে উপজেলার সিটি সেন্টার ভবনের ৬ তলায় বসবাস করতো।
তার মা মরিয়ম আক্তার একই ভবনের মদিনা চক্ষু ও জেনারেল হাসপাতালে নার্সের চাকুরী করেন।
মিলি আক্তারের বাবা মিজান সরকার জানান আমার মেয়ের আগে থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল।ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসা করেছিলাম গত ৭/৮ মাস আগেও চিকিৎসা করেছি।
এলাকাবাসী জানিয়েছেন মিলা আক্তার খুব ভালো ও শান্ত প্রকৃতির মেয়ে ছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মিলা আক্তারের দাদার বাড়ী উপজেলার মহিষমারি গ্রামে।