এই ওয়েবসাইটটি বিক্রয় করা হবে। ফুল সেটআপ সহ নিতে বা বিস্তারিত জানতে কল করুন : ০১৭২৬৭৮২৫১২ 🚀 জনপ্রিয় কবিতা - হাতে দাও বই - Sokalerkotha

Breaking News

জনপ্রিয় কবিতা - হাতে দাও বই

 হাতে দাও বই

এস এম রবিউল ইসলাম (রবি)


টেবিল থেকে আর আসেনা

উচ্চ-স্বরে পড়া,

তন্দ্রাচ্ছন্নে অংক কষে

হয় না খাতা ছেড়া।


উপন্যাসের মত্তে পড়ে

রাত্রি হয় না আর পার,

মা বলে না, আর পড়িস না

বইটা একটু ছাড়।


পরিক্ষা এলেই নেই চোখে ঘুম

ফাস্ট ডিভিশনে পাশ,

অকৃতজ্ঞ হলে বাবার ক্রোধে

ছাড়তে হবে বাস।


নানান রঙের প্রতিবেশী

গাইবে নানান গান,

পশ্চাৎতের ত্রুটি গুলো

ভাসিয়ে অপমান।


আজ গেল কই সেই পড়া

সেই উপন্যাস,

টেবিলের উপরে থাকলেও হয়ত

পড়েছে বালুর চট।


মোবাইল ফোনের চক্করে পড়ে

পড়েনা শিক্ষার্থী বই,

চ্যাটিং কলিং গেইমসের মত্তে

বিক্রি করে খায় দই।


ফাস্ট ডিভিশনের নেইকো চিন্তা

করতে পারলেই পাশ,

বাবাকে যেন বলতে পারে

খাইনি আমি বাঁশ।


কোমল-মতির চিন্তাধারা

লাগাও পড়ার কাজে,

মোবাইল গেইমসের লালসা সেটে

ধরিয়ে দাও বই হাতে।

No comments