মোটরসাইকেল_চোর_সহ_চোরাই_মাল_উদ্ধার

 

স্টাফ রিপোর্টার, দৈনিক সকালের কথা;

১৭ মার্চ, ২০২৩ তারিখ সাভার মডেল থানাধীন ডি-৫৭, তালবাগ সাকিনস্থ কবরস্থান (ব্রাক অফিসের সামনে) বাসার গ্যারেজের ভিতর হতে এ. কে. এম সামিউল বাসিত এর নিজ নামীয় ব্যবহৃত ০১ টি YAMAHA R15m World GP Anniversary edition মোটর সাইকেল অজ্ঞাতনাম চোরেরা সঙ্গোপনে চুরি করিয়া নিয়ে যায়। সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যের ভিত্তিতে বাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা এলাকা হতে ০২ জন চোরকেসহ মোটরসাইকেলটি  উদ্ধার করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url