পবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রুহুল আমিন, পবিপ্রবি প্রতিনিধি - পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের সাবেক শিক্ষার্থী ডা.ইমরান হোসেন,ভেটেরিনারি সার্জন বাগেরহাট,বাগেরহাট সদর। উদ্দেশ্য প্রণোদিত বদলি প্রত্যাহারের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,এএনএসভিএম অনুষদের ডিভিএমের শিক্ষার্থীরা।
উল্লেখ গত ৯ মে বাগেরহাট সদর উপজেলার রেনাটা এনিম্যাল হেলথের একজন সেলস অফিসার ও এরিয়া ম্যানেজারকে ডাক্তার না হয়েও চিকিৎসা করার অভিযোগে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের বৈধ আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সময় হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে অবৈধ উপায়ে অসহায় প্রাণীদের চিকিৎসা করায় শাস্তিমূলক ব্যবস্থা নেন। তার জের ধরে আজ ২৯ মে মোবাইল কোর্ট পরিচালনাকারী ডা.ইমরানের বিরুদ্ধে বদলির আদেশ দেওয়া হল।
মানব্বন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, এই বদলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও জনগণের পরিপন্থী হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এই বদলি বাস্তবায়ন হলে দেশের আর কোন ডাক্তার কিংবা সরকারি কর্মকর্তা কোন অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে।
No comments