ভুলে যাব দুখ | রবিউল ইসলাম
ভুলে যাব দুখ
এস এম রবিউল ইসলাম (রবি)
স্মৃতির পাতায় রাখিব গেঁথে
নিপুণ সূতার মালা,
অসীম সসীম রূপক ভাঁজে
রেখেছি অনেক ফলা।
দুঃখ যতন করেছি বুকে
আগলে রেখেছি সুখ,
পুষ্প কাননে এঁকেছি মালা
নয়ন জলে মুখ।
উৎকণ্ঠা হয়ে হেসেছি আমি
ভেবেছি ভাগ্যবান,
চশমার নিচের কালো ছাউনিতে
অশ্রু বহমান।
মনকে আমি করেছি শীতল
কোকিল পাখির গান শুনে
দিয়েছি মালা হাজার ফুলের
স্মৃতি থাকে যেন আনমনে।
ডায়রিটা রেখেছি অচিন পুরে
খুজে নাহি যেন পাই,
শান্ত হৃদয়ে রক্ত-ক্ষরণ
নাহি যেন নাহি হয়।
No comments