টাইগার থাবায় উড়ে গেলো আফগানরা - Sokalerkotha -->

Breaking News

টাইগার থাবায় উড়ে গেলো আফগানরা


নিলয় স্পোর্টস ডেস্ক: টাইগার থাবায় উড়ে গেলো আফগানরা ঢাকা টেস্টে দুই ইনিংসে টানা সেঞ্চুরি করেন নাজমুল শান্ত। দ্বিতীয় ইনিংসে শতকের দেখা পান মমিনুল হকও আর তাতেই আফগানিস্তানকে টেস্ট ক্রিকেট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ৬৬২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। পাহারসম রান তাড়া করতে দিশেহারা হয়ে পড়েন আফগান ব্যাটাররা। তাসকিন আহমেদের বোলিং তোপে মিরপুরে টিকতে পারেননি আফগান কোন ব্যাটারই। নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১১৫ রানে ফলে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে ঢাকা টেস্ট জয় করে লাল সবুজের প্রতিনিধিরা।


টস হেরে শুরুতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক। মিরপুরের রহস্যময় উইকেটে কেমন ব্যাট করবে বাংলাদেশ তা নিয়ে ছিলো সন্দিহান। তবে টপ অর্ডারদের কার্যকরী ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৮২ রান করেছিল বাংলাদেশ। যেখানে নাজমুল শান্তর শতকের সাথে অর্ধশতক করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে অনেও পড়লেও আফগানদের ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামে বাংলাদেশ।

সেখানেও ব্যাট হাতে প্রানবন্ত নাজমুল শান্ত। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ আর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দুই ইনিংসে টানা সেঞ্চুরি করার রেকর্ড। শান্তর পাশাপাশি এ দিন শতকের দেখা পান অভিজ্ঞ ব্যাটার মমিনুল তুলে নেন নিজের ১২ তম টেস্ট শতক। যা বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ। 


প্রথম ইনিংসের ২৩৬ রানের সাথে আরও ৪২৫ রান যোগ করেন লিটন-মমিনুলরা। তৃতীয়দিনের শেষ সেশনে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সবমিলিয়ে সফরকারীদের সামনে ৬৬২ রানের বিশাল টার্গেট দাঁড়ায়। মিরপুর স্পিনাদের স্বর্গভূমি হলেও ঢাকা টেস্টে অগ্নিঝড়া বোলিং করেছেন তাসকিন-ইবাদতরা। টাইগার পেস আক্রমণে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে যায় দুর্বল আফগানরা। ফলে ৫৪৬ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

No comments