রবের তরে উৎসর্গ | কবিতা - Sokalerkotha -->

Breaking News

রবের তরে উৎসর্গ | কবিতা

 রবের তরে উৎসর্গ           

এস এম রবিউল ইসলাম (রবি)

কুরবানি মহান রবের

নৈকট্য লাভের পথ,

তিনি দেখেন একাগ্রতা

চায় না কোন খাত।


রবের তরে বিলিয়ে দেবো

আমার খালিস মন,

রব যে নেয়না রক্ত-মাংস

দেখেন আপন পণ।


কিয়ামতের কঠিন দিনে

থাকবেনা কোন সাথী,

বাঁচাও বাঁচাও আর্তনাদে

উঠবে ময়দান কাঁপি।


সেদিন আমার পাশে রবে

উৎসর্গিত পশু,

বলবে রব, তোমা তরে

চাই না আমি কিছু।


বলবে আমায় তোমা তরে

দিয়েছিল গলায় ছুরি,

আমার উছিলায় পাপী বান্দারে

দাওনা আজ মাফ করি।

No comments