Breaking News

রাঙ্গামাটি শহরে কিশোর গ‍্যাং আটক ৩৭

জেবলু তনচংগ‍্যা (জেলা প্রতিনিধি,রাঙ্গামাটি ): রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা কাঁঠালতলী, বনরূপা ফরেস্ট রোড, ট্রাইবেল আদম, কালিন্দিপুর, স্টেডিয়াম, হাসপাতাল ও কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৩৭ কিশোরকে আটক করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, রাতের বেলা বাইরে থেকে আড্ডা দেওয়া, মোবাইলে গেইম খেলা, মাদক সেবন করা ছাড়াও অন্যান্য অপরাধের সাথে যেন শিশু কিশোররা জড়াতে না পারে এবং বিশেষ করে কিশোর গ্যাং সৃষ্টি করতে না পারে তাই এই প্রতিরোধমূলক ব্যবস্থা ও অভিযান। রাতেই আটক এই সকল শিশু-কিশোরদের অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অভিভাবকদের সচেতন করা হয় যাতে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে খবর রাখে ও রাতে প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বের হতে না দেয়। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

No comments