দাউদকান্দিতে ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: ঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্র সমাবেশ উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার( ২৭ আগস্ট)বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান'র বাসভবন পায়রায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন৷
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন রিয়াজের সঞ্চালণায় ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন,তিতাস উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলার পরিষদের ভাইস- চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু।
সভায় উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য খাজা প্রধান।
এছাড়া দুই উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments