মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার আলীনগর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মৃত্যুূদন্ড প্রাপ্ত পলাতক আসামী আবু তালেব ভুট্রুকে(৪৫)গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার রাতে ঢাকা র্যাবের সহযোগিতায় তিতাস থানার উপ পরিদর্শক (এস আই) মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযানে খুলনা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তিতাস থানায় নিয়ে আসে।গ্রেফতার কৃত আসামী আবু তালেব ভুট্রু ঢাকা সুত্রাপুর থানা এলাকায় ২০০৪ সালে পিতা-পুত্র হত্যা মামলার আসামি ছিলেন।
তিতাস থানার এস আই মাজহারুল ইসলাম বলেন- তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নির্ণয় করে ঢাকা র্যাবের সহযোগিতা নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে তাকে খুলনা সদর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। ২০০৪ সালে ঢাকা সু্ত্রাপুর থানা এলাকায় পিতা-,পুত্র হত্যা মামলার আসামী ছিল এবং ওই সময় থেকেই সে পলাতক ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে আসামি আবু তালেব ভুট্রুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।
No comments