-->

Breaking News

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের স্মরণ সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন,বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের স্মরণ সভা অনুষ্ঠিত।১১ সেপ্টেম্বর সোমবার বিকালে বাংলাদেশ জাসদ বানারীপাড়া উপজেলা শাখার আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আনিচ্ছুজ্জামান আনিচ।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জাসদের সভাপতি শ্যামল চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আনিচ বলেন,মরহুম সিরাজুল আলম খানের  সাদামাটা জীবনে দেশপ্রেম ও রাজনৈতিক পথচলা থেকে আমরা শিক্ষা নিতে পারি।বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে সামনে থেকে নেতৃত্ব দানকারী অন্যতম সংগঠক তিনি আমাদের মাঝে নেই কিন্তু রেখে গেছেন অনুকরণীয় আদর্শ।অসংখ্য বক্তাদের স্মৃতি চারণার মধ্য দিয়ে  মরহুম সিরাজুল আলম খানের শান্তি কামনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

No comments