নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা আটক
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় থানা পুলিশের অভিযানে মোঃ জলিল (২৭) নামের এক রোহিঙ্গা শরনার্থীকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাঙ্গড্ডা-লাকসাম সড়কের পেরিয়া ইউপির মূন্সীর কলমিয়া গোলাপের চা দোকানের সামনে থেকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া শরনার্থী ক্যাম্পের পিং সিদ্দিকের ছেলে।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন- বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের জলিল নামের এক রোহিঙ্গাকে আটক করে,তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
No comments