দিল্লীতে জি-২০ সম্মেলনে সংবাদকর্মী হিসেবে যাচ্ছেন ইমতিয়াজ আহমেদ জিতু
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: আসছে ৯ থেকে ১০ সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলনে। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন। এই সম্মেলনে সংবাদ সংগ্রহের জন্য সংবাদ কর্মী হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন দৈনিক আজকের কুমিল্লা ও ডেইলি বাংলাদেশ মিররের সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
ইমতিয়াজ আহমেদ জিতু কুমিল্লা নগরীর কাশারীপট্টি এলাকার আবু কায়সার হানিফের বড় ছেলে। তিনি কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এছাড়া কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদের সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন এবং আমন্ত্রিত অতিথি দেশগুলির ৩০টির বেশি রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ কর্মকর্তারা এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।
No comments