রাঙ্গামাটিতে ছাত্রীদের হিজাব পরে আসতে নিষেধ করেছেন শিক্ষিকা দিপালী দেওয়ান
জেবলু তনচংগ্যা, জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা দিপালী দেওয়ান নামের এক শিক্ষিকা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেছেন বিদ্যালয়ে হিজাব পড়ে আসতে পারবা না। এসময় বেতের মারধরের ভয় দেখিয়ে ও ধমকিয়ে জোরপূর্বক হিজাব পড়া ছাত্রীদের হিজাব খুলে ফেলেন তিনি।এই ঘটনায় ক্ষুব্ধ আতঙ্কিত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরপরই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত জরুরি বৈঠকে উক্ত ঘটনার সত্যতা পেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) জেলা প্রশাসক বরাবর এ ঘটনার প্রতিবাদ এবং অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা নূর মোহাম্মদ।
No comments