হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়ে, অনশন
মোঃ সজিবুর রহমান (নায়েক): নাম নাজমা সুলতানা তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার একজন স্থানীয়, তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী।তার সন্তান অনিক খুন হওয়ার পর ২১ জুন ২০২৩ থেকে অনশনে বসেন বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ের সামনে কিন্তু তাতে কোন প্রতিকার পান নি নাজমা সুলতানা। অবশেষে ১০ সেপ্টেম্বর ২০২৩ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছেলে হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়ে অবস্থান নিয়ে অনশনে বসেন নাজমা সুলতানা। তার ছেলে অনিকের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা ও বি এন পি এর সন্ত্রাসীরা। অনিক হত্যার পর ও ক্ষান্ত হয়নি অপরাধীরা নাজমা সুলতানা কে ফৌজদারি আইনের ৪১৯ ধারায় মামলা করে জেল হাজতে প্রেরণ ও নানা ভাবে হয়রানি করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়া নাজমা সুলতানা বলেন- "আমি ২১ জুন থেকে অনশন শুরু করেছি। আমি আমার ছেলে অনিক হত্যার ন্যায় বিচার চাই।
আজ ৮২ দিন ধরে আমি অনশন করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আমার পরিবার ও বি এন পি এর সন্ত্রাসীরা আমার সর্বস্ব কেড়ে নিয়ে আজ আমাকে পথে বসিয়েছে। আমার নামে ৪১৯ ধারায় মামলা করে জেল খাটিয়েছে,এখনো নানা ভাবে জেলে পাঠানোর চেষ্টা চলছে। আমি নিজেকে অসহায় বোধ করছি। আমার ছেলে অনিক কে হত্যা করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই।এর প্রতিকার না পাওয়ায় পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঘরে ফিরে যাবো না ”।
No comments